সরকারের মদদেই সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সরকারের মদদেই সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও নিত্যপণ্যের উর্ধ্বগতির প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব। একইসঙ্গে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ বলে দাবি করেন তিনি। আর সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে দেশে তৃতীয় শক্তি প্রবেশ করছে কি না–এমন আশঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের।