কোন সাম্প্রদায়িক হামলার বিচার এ পর্যন্ত হয়নি
- আপডেট সময় : ০২:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কোন সাম্প্রদায়িক হামলার বিচার এ পর্যন্ত হয়নি। আর এ কারনেই বারবার সনাতন ধর্মাবলম্বীদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। বিশেষ ট্রাইব্যুনাল করে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন,এবার বিচার না হলে পরিস্থিতি ভয়াবহ হবে।
দেশের বিভিন্নস্থানে মন্দির,প্রতিমা ভাংচুর, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের গণ অনশন ও গন অবস্থান কর্মসূচি।
যোগ দেয় বেশকিছু ধর্মীয় ও সামাজিক সংগঠন। তারা বলছেন, ধর্মীয় পরিচয়ে নয়, দেশের নাগরিক হিসেবে থাকতে চাই। দেশ কোন নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য স্বাধীন হয়নি।
গণ অনশনের সংহতি প্রকাশ রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা বলেন, যেই পুলিশ কর্মকর্তা কুমিল্লার ঘটনা লাইভ করে, ঘটনাকে উস্কে দিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দোষারোপের রাজনীতির কারণে যেন প্রকৃত অপরাধী আড়াল না হয়, সে বিষয়েও সচেতন হওয়ার পরামর্শ তাদের।
বক্তারা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর যাদের গাফিলতি রয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। বিচার না হলে, কঠোর পদক্ষেপে হুঁশিয়ারি দেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতারা।
দাবি আদায়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি দেয়া হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।