ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে পীরগঞ্জের হামলা-অগ্নিসংযোগ : বলছে র্যাব
- আপডেট সময় : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নি সংযোগের ঘটনার অন্যতম হোতা সৈকত মন্ডল ও সহযোগী রবিউল ইসলামকে টঙ্গী থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি—ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এ ঘটনার সূত্রপাত।
গত ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে রংপুরে পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে দুর্বত্তরা বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত সৈকত মন্ডল ও সহযোগী রবিউল ইসলামকে টঙ্গী থেকে গ্রেফতার করে রেব।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব জানায়, ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে পীরগঞ্জের হামলা ও অগ্নিসংযোগের সূত্রপাত |
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা অরাজকতার উদ্দেশ্যে মসজিদে মাইকিং করে মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ৩টি মামলায় এ পর্যন্ত ৩০জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
হামলার মদদদাতাদের খোঁজে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।