শ্যামলীর ইডেন অটো’স শো-রুমে ডাকাতির ঘটনার ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর শ্যামলীর ইডেন অটো’স মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনার মূলহোতা মোঃ জহিরুল ইসলামসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রেব। কেরানীগঞ্জ ও ধামরাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার পলাতক শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাংগিয়ে চক্রটি চাঁদাবাজি করতো।
১২ অক্টোবর রাজধানীর শ্যামলীতে ইডেন অটোস নামের মোটরসাইকেলের শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। এতে আহত হন দুই বিক্রয়কর্মী।
প্রতিষ্ঠানটির মালিক (আব্দুল মালেক) বলছেন, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭ থেকে ৮ জন দোকানের সামনে দাঁড়ায় এবং বাকিরা ভেতরে ঢুকে চাপাতি দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে দুই বিক্রয়কর্মীকে জখম করে। ভাংচুর ও সাড়ে ৫ লাখের মতো টাকা নিয়ে পালিয়ে যায়।
পরদিন শেরে বাংলা নগর থানা মামলার পর সিসিটিভি ফুটেজে পর্যালোচনায় রাকিব, নয়ন, জহির, ও খায়রুল শনাক্ত করে আইন শৃঙ্খলাবাহিনী।
এই ঘটনায় ডাকাত চক্রের মূলহোতা জহিরসহ ৬ সদস্যকে ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেপ্তার করে রেব। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
রেব বলছে চক্রটি বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীর নাম ভাংগিয়ে এলাকায় চাদাবাজি করতো। ইডেন অটোসেও চাদা দাবি করেছিল চক্রটি। টাকা না পাওয়ায় ঐ দোকানে ডাকাতি করে তারা।
এ চক্রে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। তাদের বিরুদ্ধে চাদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।