একশ কোটি মানুষকে করোনা টিকা দিয়ে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
একশ কোটি মানুষকে করোনা টিকা দিয়ে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ভারত। এ সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোদিকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেছেন, কোভিড-১৯ মহামারীর সব চ্যালেঞ্জ নিয়ে ১০০ কোটি মানুষকে টিকা দিতে পারার বিষয়টি বড় একটি পদক্ষেপ। এই সাফল্য নিয়ে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশে গণটিকা কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশে ৬ কোটিরও বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি পুনরায় শুরুর সিদ্ধান্তে ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আশা করেন, আগামী দিনে এই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।