নওগাঁয় এবার বেশ কয়েক প্রজাতির আগামজাতের সবজি চাষ হয়েছে

- আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নওগাঁয় এবার সিম, লাউ, বরবটিসহ বেশ কয়েক প্রজাতির আগামজাতের সবজি চাষ হয়েছে। ভালো আবহাওয়ায় ফলন হয়েছে ভালো। আবার দামও মিলছে বেশ। কৃষি বিভাগ বলছে, এ বছর সবজিতে পোকার আক্রমণ তেমন ছিলোনা তাই ভালোভাবে ঘরে উঠছে ফসল।
নওগাঁর বর্ষাইল মাঠ। সিম, বেগুন, পটল, লাউসহ বাহারি সবজিতে ভরে গেছে পুরো এলাকা। এসকল উৎপাদিত সবজি স্থানীয়দের চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
জেলা জুড়েই ঠিক একইরকম চিত্র চোখে পড়বে এখন। সপ্তাহ খানেক আগে থেকে বাজারে উঠতে শুরু করেছে এসব সবজি। কৃষকরা বলছেন, মৌসুমের শুরু থেকেই আবহাওয়ার বৈরিতা ছিলো না। তাই ভালো ফলন আর দামে বেশ খুশি তারা।
সবজি ক্ষেতে ব্যবহৃত কীটনাশকের চড়া দামের কারণে ক্ষোভ জানিয়েছে চাষীরা।
কৃষি বিভাগ বলছে, এ বছর পোকার আক্রমণ নেই বললেই চলে। তারপরও আগামী শীতকাল জুড়েই সবজির ভালো ফলন নিশ্চিতে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।
নওগাঁয় উৎপাদিত এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যা থেকে আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষক।