নোয়াখালী জেনারেল হাসপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত
- আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নোয়াখালী জেনারেল হাসপাতালে রিকশা ও সিএনজি প্রবেশে বাধা দেয়ায় ফটকে দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।
সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত দুই আনসার সদস্যরা হলেন মনসুর আলী ও মোহাম্মদ মিল্লাত। অবস্থা আশংকাজনক হওয়ায় মনসুর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। অন্যজনকে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ফটকের দায়িত্বে থাকা আনসার সদস্যরা যানজট নিরসনে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেয়। এ সময় রিকশায় থাকা অবৈধ স্ট্যান্ড চক্রের মূল হোতা মাহফুজ উত্তেজিত হয়ে কর্তব্যরত ২ আনসার সদস্যকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা জরুরি সেবা ছাড়া আগামী ১২ ঘণ্টা সকল সেবা কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।