সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দরের একটি মার্কেট ও বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরের পাশের একটি মার্কেট ও বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, শাহজাদপুর, বাঘাবাড়ি, উল্লাপাড়া ও পাবনার বেড়া ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিটের পাশাপাশি আশপাশের গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পুড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রথামিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্তদের দাবি তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।