অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আরও ১৪ জনের সাক্ষ্য গ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আরও ১৪ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য দিলেন ৫৭ জন।
সকাল সাড়ে দশটায় মেজর সিনহা হত্যা মামলার ফরেনসিক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলার আজকের কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল ৯ টায় মামলার প্রধান আসামী ওসি প্রদীপসহ ১৫ জনকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।