সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তি আবার বোমা সন্ত্রাসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাযদুল কাদের। দুপুরে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির উদ্যোগে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি সাম্প্রদায়িক হামলা শুরু করেছে। যারা পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে, প্রধানমন্ত্রী তাদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের বিরুদ্ধে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে।