৮ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে ইংল্যান্ড
- আপডেট সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
টি টুয়ান্টি বিশ্বকাপে ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে ইংল্যান্ড। ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। জয়ের জন্য ইংলিশদের দরকার ছিল মাত্র ১২৫ রান। এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েছে ইয়ান মরগানের দল।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিকুর রহিম।আবুধাবিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। যথারীতি ব্যর্থ হয় বাংলাদেশের ওপেনিং জুটি। ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন ও নাঈম। ইংলিশ তারকার লেগ স্টাম্পে থাকা লেংথ বল ফাইন লেগের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু জোর দিয়ে মারতে পারেননি। দুর্দান্ত ক্যাচ নিয়ে সাকিবকে ফিরিয়ে দেন আদিল রশিদ।
টাইগারদের বিপক্ষে ১২৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৯ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। নাসুম আহমেদের বলে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংলিশ ওপেনার জস বাটলার। তার আগে ১৮ বলে এক চার ও এক ছক্কায় ১৮ রান করেন তিনি।