টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে টাইগাররা। এবার গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আবু ধাবিতে মাহমুদউল্লাহদের দেয়া ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় পায় ইংল্যান্ড। এর আগে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রান তোলে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন নূর উদ্দিন খান।
মাঠ আর মাঠের বাইরে নানা আলোচনা সমলোচনায় জর্জরিত দলের কাছ এট থেকে বেশি আর কি আশা করা যেতে পারে। পারফরম্যান্স আর ফলাফলে চোখ রাখলেই বোঝা যায় অন্য দলগুলোর বাংলাদেশের ব্যবধান। এ যেমন ইংল্যান্ড। ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে বিগ ম্যাচে ৮ উইকেটের টাইগারদের।
আবু ধাবীতে শুরুটাও হতাশার বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে পুরোনো চেহারায় টাইগাররা। যথারীতি ব্যর্থ লিটন হতাশ করেছেন নাঈম শেখ, সাকিব আল হাসানও রান খড়ায়। ২৬ রানে তিন উইকেট নাই বাংলাদেশের।
তৃতীয় উইকেটে আশা জাগান মুশফিক ও মাহমুদউল্লাহ। তবে খেই হারাতেও সময় লাগেনি। ২৯ রানে মুশফিক ফিরলে ভাঙ্গে রিয়াদের সঙ্গে ৩৭ রানের প্রতিরোধ। লিভিংস্টোন স্পিনে কাটা পড়েন মিস্টার ডিপেন্ডেবল।
পরবর্তীতে মাহমুদউল্লাহ, আফিফ, সোহনরা স্কোরটাকে বড় করতে পারেনি। তবে হঠাৎ ব্যাটসম্যান হয়ে উঠা নাসুমের ৯ বলে ২ ছক্কায় ১৯ রানে বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেটে ১২৪ রানে। মাহমুদউল্লাহ ১৯, সোহানের ব্যাট থেকে আসে ১৬ রান।
এমন টাগেটে কি ম্যাচ জেতা যায়? হয়েছেও সেটাই। ওপেনিংয়ে ইংলিশদের সংগ্রহ ৩৯। জস বাটলারকে ফিরিয়ে প্রথম আঘাত আনেন নাসুম আহমেদ।
সময় উপযোগি ইনিংস খেলে জেসন রয় যখন ফিরলেন দলের স্কোর তখন ১১২। রয়ের ৬১।
শেষ পর্যন্ত আরো কোন সফলতা পায়নি বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ৩৫ বল হাতে থাকতেই জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।