গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া ও নুরুল হকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নতুন ঘোষিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুনের করা এ আবেদন সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
সাম্প্রদায়িক হামলার নির্দেশ ও এতে মদদদানের অভিযোগে বিকেলে রাজধানীর শাহবাগ থানায় রেজা কিবরিয়া ও নুরুল হক ছাড়াও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলার ওই আবেদন করা হয়। তাঁদের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোমূলক অপরাধের’ অভিযোগ করা হয়েছে । নুরুল হক গণমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক দল গঠনের আগে থেকেই তারা নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল। আগের মতো এ মামলা গুলোও ভিত্তিহীন ।