নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী আবু ছায়েদ রিপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার পথে পুলিশে খবর দেয়।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বেগমগঞ্জ বাস কাউন্টার থেকে রিপন মোটরসাইকেলে নিজ বাড়ি বারাইরহাট যাচ্ছিলেন। এসময় তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে ৮-১০ বার আঘাত করে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত আবু ছায়েদ রিপন নোয়াখালী-ঢাকা রুটের লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জ কাউন্টারের মালিক ও মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।