ড্রাগন চাষ করে ভাগ্য ফিরেছে মাদারীপুরের তিন শতাধিক যুবকের
- আপডেট সময় : ০৫:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মাদারীপুরে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে ভাগ্য ফিরেছে অন্তত তিন শতাধিক যুবকের। হয়েছে বেকারদের কর্মসংস্থান। ড্রাগনচাষে সাফল্য গড়তে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
মাদারীপুর সদর উপজেলার ছোট দুধখালী গ্রামের যুবক সজিব হোসাইন সাদ্দাম। ২০২০ সালে তিন একর জমিতে স্থাপন করেন ১১শ’ ড্রাগনের খুঁটি। বিনিয়োগ হয় ৩৫ লাখ টাকা। খুঁটিগুলোতে সাড়ে ৪ হাজার ড্রাগনের চারা লাগানোর দেড় বছরের মাথায় প্রতিটি খুঁটিতে ফুল আর ফলে ভরপুর। গত বছর বন্যায় ফলন কম হলেও এবার সব ক্ষতি পুঁষিয়ে নেয়ার আশা সজিবের।
শুধু সজিব হোসাইন নন, তার মতো জেলার আব্দুর রহমান, গনি শেখ, তুষার বেপারীসহ অসংখ্য যুবক বাণিজ্যিকভাবে শুরু করেন ড্রাগন চাষ। প্রতিটি খুঁটিতে খরচ হয় ১৫শ’ থেকে দুই হাজার টাকা। আর এর থেকে বছরে ৮-১০ হাজার টাকা আয় করা সম্ভব।
জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, ড্রাগন চাষে সাফল্য বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে চারা ও সার বিতরনের পাশাপাশি দেয়া হচ্ছে নানা দিকনির্দেশনা।
প্রতি কেজি ড্রাগন ফল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকায়।