টি-টুয়েন্টি বিশ্বকাপে কাল অগ্নিপরীক্ষা বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে কাল অগ্নিপরীক্ষা বাংলাদেশের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শারজায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ।
একই সমীকরণের সামনে দাঁড়িয়ে দু’দল। যে-ই হারবে তাকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ খুঁজছে বাংলাদেশ। ব্যাক ফুটে থাকা টাইগারদেরও হালকাভাবে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অতীত পরিসংখ্যানে খুব বেশি পার্থক্য নেই দু’দলের মাঝে। এখন পর্যন্ত ১২ টি-টুয়েন্টিতে ক্যারিবিয়দের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ৬ হারের বিপরীতে ৫ ম্যাচে জিতেছে মাহমুদউল্লাহর দল। পরিত্যক্ত হয়েছে ১ ম্যাচ। যদিও টাইগারদের জানা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে পরিসংখ্যান নয়, মাঠে সেরা দেয়ার বিকল্প নেই। এ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ৮টায় আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।