সমৃদ্ধির ২২ বছর উদযাপন করছে প্রিমিয়ার ব্যাংক
- আপডেট সময় : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সমৃদ্ধির ২২ বছরের এই পথচলায় প্রিমিয়ার ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক খাত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দেশের জনমানুষের আস্থাও অর্জন করেছে
গেল মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমৃদ্ধির ২২ বছর উদযাপন করেছে ব্যাংকটি।কেক কেটে উদযাপন উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা সদস্যদের মধ্যে মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ এবং নাহিয়ান হারুন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিমসহ আরো অনেকেই।এসময় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল এ উপলক্ষে বলেন, “শুরুটা হয়েছিলো সেই ১৯৯৯ সালে। তারপর থেকে ব্যাংকটি মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছে। দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমৃদ্ধিময় উন্নয়নে গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সাহায্য নির্দেশনা ও ভালোবাসা ছাড়া এ অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না বলেও জানান তিনি। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।