স্টার এজেন্টদের ব্যবসা পরিচালনায় পেশাগত দক্ষতা উন্নয়নে বিকাশের কর্মশালা
- আপডেট সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৮১২ বার পড়া হয়েছে
সম্প্রতি সারাদেশ থেকে নির্বাচিত স্টার এজেন্টদের আর্থিক খাতে ব্যবসা পরিচালনা ঝুঁকি নিরসনে সতর্কতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা আয়োজন করে বিকাশ।
এজেন্টদের প্রযুক্তিদেরভাবে সক্ষমতা বাড়ানো, এএমএল-সিএফটি সম্পর্কে পূণরায় জানানো, ব্যবস্থার ঝুঁকি এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানাতে সারাদেশের জেলা শহরেরগুলোতে এই কর্মশালা আয়োজন করা হয়। পাশাপাশি এজেন্টদের জীবনমান উন্নয়নে নানা পতক্ষেপ নিয়েছে। বিকাশ। এজেন্ট ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যবীমা ও এজেন্টদের স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্য ২৪ ঘণ্টায় স্পেশালিস্ট ডাক্টারের পরামর্শ সেবা। এজেন্টদের সন্তানদের জন্য এসএসি, এইচএসসি এবং স্নাতক শ্রোণীতে পড়ুয়া সন্তানদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানা পদক্ষেপ নিয়েছে বিকাশ। হিউম্যান এটিএম হিসেবে খ্যাত বিকাশ এজেন্টরা দেশের আনাচে কানাচে সার্বক্ষণিক মোবাইল আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে।