দারিদ্র্য দমিয়ে রাখতে পারেনি ঝিনাইদহের গুলজার হোসেনকে
- আপডেট সময় : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের গুলজার হোসেন গরীব।পড়ালেখা করেছেন মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত। চরম দরিদ্র পরিবারে জন্ম নিয়ে মাঠে করেছেন দিন মজুরীর কাজ।বর্তমানে তিনি এখন বালুশ্রমিক। অভাব-অনাটনের সংসার চালাতে অনেকটাই হিমশিম খেতে হয়। কিন্তু তাতেও দমেননি তিনি। লিখেছেন একের পর এক কবিতা। নিজের লেখা কবিতা, গান ও প্রবন্ধের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪শ’ও অধিক। নিজেও আবৃত্তি করেন তিনি।
ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার গুলজার হোসেন গরীব। ভোর হলেই ব্যালচা নিয়ে থাকেন বসে। অর্ডার পেলে ব্যালচা হাতে ছুটে যান ভ্যান, লরি, ট্রাকের বালু কিংবা পাথর খালাস করতে । এসব করেই অর্থ উপার্জন করেন তিনি। রাত কিংবা দিন নেই, কাজের ফাঁকে বাড়িতে ফিরেই লিখতে বসেন। এভাবেই লিখেছেন ২৪শ’র বেশী কবিতা, প্রবন্ধ ও গান। অভাব অনটনের সংসারে স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছে তাদের। বালু শ্রমিক নয়, তাকে শহরের সবাই চেনে গরীব কবি নামে।
অভাবের কারণে পড়তে পারেননি, তবে অজ্ঞ থাকবেন না-পণ করেছিলেন। তাই জ্ঞানার্জনের জন্য পড়ালেখা করেন। লেখার মাধ্যমে তিনি সমাজে আলো ছড়াতে চান।
২০০১ সাল থেকে শুরু হয় কবিতা লেখা। এক ট্রাক বালি নামিয়ে ৫শ’ থেকে ৬শ’ টাকা আয় হয়। তা দিয়েই চালান সংসার। ল্যাম্পপোস্টই আলো, গরিবের বিদ্বেষ ও কুহকে মোহিত নামের তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার।