ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের সঙ্গে প্রতারণা করে, জোর করে ক্ষমতায় বসে আছে। এ সরকার নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। কোনো কিছুই এখন আর সাধারণ মানুষের নিয়ন্ত্রনে নেই।
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পকেট ভারী ও বিদেশে টাকা পাঠানোর জন্য সরকারের লোকজন সিন্ডিকেটের মাধ্যমে চলমান দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই চলেছে।
যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান হুশিয়ারী দিয়ে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি।
সমাবেশ থেকে নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবিও জানান বিএনপি নেতারা।