সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের উচ্ছিষ্ট ভোগীরা: ড. আব্দুর রাজ্জাক
- আপডেট সময় : ০৮:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে নতুন ষড়যন্ত্র আঁটতে দুর্গাপূজায় সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের উচ্ছিষ্ট ভোগীরা। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এ অভিযোগ করে বলেন, এর মধ্য দিয়ে আবারও জাতির গায়ে কালিমা লেপনের অপচেষ্টা করেছে তারা। সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন কৃষিমন্ত্রী। আর সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী যে কোন পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি আয়োজিত ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১ : বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে চালের দাম ও চাহিদা নিয়ে- গণমাধ্যমে আসা তার বক্তব্যের ব্যাখ্যা দেন কৃষিমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনে দেশের কৃষিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে এটি মোকবিলায় সরকারের প্রস্তুতির কথাও জানান ড. রাজ্জাক।
এসময় সাম্প্রতিক দুর্গাপূজায় কিছু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
এদিকে বিকেলে আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তরের ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে দলের নেতাকর্মীদের যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার আহবান জানান দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।