বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির পক্ষ থেকে বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া মাহফিল হয়েছে।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। রওশন এরশাদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেয়া হবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন রওশন এরশাদ মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন।