টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে খেলছে আফগানিস্তান
- আপডেট সময় : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। দুবাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আফগানদের হারাতে পারলে আজ সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বাবর আজম বাহিনী। টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন হারিস রউফ, হাফিজ, শাহিদ আফ্রিদিরা। তাই হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে মরিয়া পাকিস্তান। অন্যদিকে, দুই স্পিনার- মুজিবুর রহমান ও রশিদ খানের স্পিন ভেল্কিতে বিশাল জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান। বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ডকে ১৩০ রানের বড় ব্যবধানে হারায় আফগানরা। টি-টুয়েন্টিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নয়া রেকর্ড গড়ে নবী বাহিনী। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফগানরা।