কদিন পরেই কৃষকের গোলায় উঠবে নতুন আমন ধান
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০১:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
কদিন পরেই কৃষকের গোলায় উঠবে নতুন আমন ধান। কিন্তু মৌসুমের শেষ সময়ে এসে খানিকটা মলিন কৃষকের মুখ। মাঝরা, কারেন্ট পোকাসহ বেশ কয়েকটি রোগ নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর আমন চাষিরা। কিটনাশক ছিটিয়েও মিলছেনা সুফল।
মৌসুমের শেষের দিকে যখন ধান কাটার প্রস্তুতি নেবার কথা; ঠিক সেই সময় কিটনাশক ছিটানোর এমন দৃশ্য চোখে পড়বে নওগাঁর মাঠে মাঠে।
চাষিরা বলছেন, মাঝরা ও কারেন্ট পোকার আক্রমনে ধানের নিচের অংশে কেটে দিচ্ছে। ফলে মরে যাচ্ছে শিষ। পরিপক্ব হওয়ার আগেই পাতানে পরিনত হচ্ছে ধান। আবার কিছু যায়গায় গোড়া পচে গিয়ে নষ্ট হচ্ছে গাছ। যা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।
কৃষকরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রতিনিয়তই বিভিন্ন কোম্পানির কিটনাশক ছিটিয়েও কোন কাজে আসছে না। অভিযোগ আছে এমন অবস্থাতেও কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার।
তবে কৃষি বিভাগের দাবি, এ বছর পোকার আক্রমন কম। আর তাই বরাবরের মতই এমন পরিস্থিতিতেও ভালো ফলনের আশা করছে তারা। চলতি মৌসুমে নওগাঁয় প্রায় ২ লাখ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।