টাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসীর বাড়ি থেকে মা, স্ত্রী ও অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে এক এক প্রবাসীর বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ঘাতক ওই দুই নারীকে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারে।
টাঙ্গাইলের ঘাটাইলের কাশতলা গ্রামের সৌদি প্রবাসী জয়েন উদ্দিনের পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে না ওঠায় পুলিশে খবর দেয়া হয়। এক পর্যায়ে এলাকাবাসী ঘরের বারান্দার তালা ভেঙ্গে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি আক্তার, মা জমেলা বেগম ও পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার সহবতপুর গ্রামের শাহজালালের মৃতদেহ দেখতে পান। পাশেই প্রবাসীর আড়াই বছরের ছেলে শাফি আহত অবস্থায় ছটফট করছিল। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
দীর্ঘ দিনযাবৎ শাহজালাল ও সুমির সাথে প্রেমের সম্পর্ক ছিল। ৭ বছর আগে সুমি ও সৌদি প্রবাসী জয়েন উদ্দিনের বিয়ে হয়। এক বছর আগে জয়েন উদ্দিনকে তালাক দিয়ে প্রেমিক শাহজালালকে বিয়ে করে সুমি। কিন্তু ৬ মাস সংসার করার পর তাকে তালাক দিয়ে পুনরায় জয়েন উদ্দিনে ঘরে ফিরে আসে সুমি। স্থানীয়দের ধারণা পরকিয়ার জেরেই এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।
এ ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এই হত্যার প্রকৃত রহস্য উৎঘাটন করা হবে বলে জানালেন পুলিশেই এই কর্মকর্তা।