ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের সামাজিক ও পারিবারিকভাবে একঘরে করা হবে : চীফ হুইপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের সামাজিক ও পারিবারিকভাবে একঘরে করা হবে, ধর্ম নিয়ে রাজনীতিতে বিএনপি জড়িত’ এমন্তব্য করেছে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
দুপুরে মাদারীপুরের শিবচরের দক্ষিন বহেরাতলা ইউনিয়নের বহেরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে। মসজিদে মানুষ হত্যা হচ্ছে, মন্দিরে গীর্জায়া হামলা হচ্ছে। যারা ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের কাজ করে তারা কিন্তু ধর্মের ভক্ত না। তারা ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য কৌশল অবলম্বন করে।