বগুড়ার সরলপুরে পাঁপড় তৈরি করেই স্বাবলম্বী হচ্ছে শত শত নারী
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বগুড়া সদরের সরলপুরে পাঁপড় পল্লীর নারীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ঘরে ঘরে চলছে পাঁপড় তৈরি আর কেনা-বেচার কাজ। পাঁপড় তৈরি করেই স্বাবলম্বী হচ্ছে শত শত নারী। তাদের শ্রমে পাল্টে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি।
দিনভর খোশ-গল্প আড্ডা আর শুয়ে-বসে যে নারীরা সময় কাটাতেন। তারাই এখন তৈরি করছে মুখরোচক পাঁপড়। বড়দের পাশাপাশি তরুণীরাও করছে এ কাজ। বাড়তি আয় করে স্বাবলম্বী হচ্ছে নারীরা।
নিজ উদ্যোগেই গড়ে উঠেছে কারখানা। সরকারিভাবে প্রশিক্ষণ আর বিনা সুদে ঋণের সুবিধা চান উদ্যোক্তারা।
প্রশিক্ষণের সুযোগ দেয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা।
নারীর কর্মসংস্থানে এর প্রসারে প্রয়োজনীয় সহযোগিতা চান এ অঞ্চলের মানুষ।