বিভিন্ন দেশের পরিবেশ ও আন্দোলনকর্মী গ্লাসগোয় জড়ো হয়েছেন
- আপডেট সময় : ১২:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
জলবায়ুর বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষায় পদক্ষেপ নেয়ার দাবিতে বিভিন্ন দেশের পরিবেশ ও আন্দোলনকর্মী গ্লাসগোয় জড়ো হয়েছেন। বিক্ষোভ করেছেন শত শত মানুষ।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ সামনে রেখে শনিবার এ বিক্ষোভ শুরু হয়। গতকাল রোববারও বিশ্বনেতাদের প্রতি একই দাবি নিয়ে রাজপথে ছিলেন অনেক পরিবেশ অধিকারকর্মী। খবর এএফপির। এ পটভূমিতেই গতকাল শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। জলবায়ুর পরিবর্তনজনিত বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষায় পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের চাপে ফেলতে বিভিন্ন দেশের পরিবেশ আন্দোলনকর্মীরাও বিক্ষোভ-সমাবেশে যোগ দিচ্ছেন। বিক্ষোভে যোগ দিয়েছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সাড়া জাগানো সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এদিকে গতকাল সম্মেলন শুরুর আগমুহূর্তে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে বিক্ষোভ করেন শতাধিক মানুষ। পরে সেখান থেকে তাঁরা গ্লাসগোর উদ্দেশে যাত্রা করেন।