আবদাল্লাহ হামদকের সঙ্গে মধ্যস্থতা নিয়ে আলোচনা করেছেন জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা
- আপডেট সময় : ০২:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকের সঙ্গে মধ্যস্থতা নিয়ে আলোচনা করেছেন জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। কথা হয় দেশটির সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়েও। বন্দীদের মুক্তি ও অভ্যুত্থানের আগে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে ফেরার শর্ত দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হামদক।
গতকাল রোববারের আলোচনার কোন ফল এখনো পাওয়া যায়নি। শত শত বিক্ষোভকারী সড়কে নেমে সেনাশাসনের অবসান চেয়ে বিক্ষোভের পরদিন এই আলোচনা হয়। অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির বেসামরিক সরকার উৎখাত করে সেনাবাহিনী। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটির অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে গ্রেপ্তার করে। গত সোমবার সুদানে সেনা–অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখলকারী সামরিক সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়।