প্রায় দেড় বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১ থেকে প্রায় দেড় বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর মতিঝিলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিসিসিআই।
এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন,২০২৬ সালের পর বাংলাদেশ আর অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাবে না। কঠিন প্রতিযোগিতা করেই তখন বিশ্ব বাজারে টিকে থাকতে হবে। উন্নয়নশীল দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, বেসরকারিখাত ও গণমাধ্যমকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি। বাণিজ্য সচিব দাবি করেন, গেল সাত দিনের এ সম্মেলন সফল হয়েছে। এসময় ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, আগামী দিনের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোতে জোর দিতে হবে। সম্মেলন থেকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানান তিনি।