আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে একটি জয়ের খোঁজে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। অন্য ম্যাচে রাত ৮টায় নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
একই মাঠে, একই সঙ্গে বাংলাদেশ- পাকিস্তানের অনুশীলন। দুই দলের সমীকরণ দুই রকম। পাকিস্তানের সামনে শিরোপা জয়ের হাতছানি আর বাংলাদেশের সামনে সম্মানজনক অবস্থান ধরে রাখার।
ইনজুরি নিয়েই সেই অনুশীলনে হাজির হয়েছিলেন নুরুল হাসান সোহান। এখনো পুরোপুরি সেরে উঠেনি। তারপরও খুড়িঁয়ে খুড়িঁয়ে ঠিকই টিমের সঙ্গী হয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার যে খেলা হচ্ছে না। সেটি একপ্রকার নিশ্চিতই।
হেড কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশের প্রতিনিধি হয়ে হাজির হয়েছিলেন সংবাদ সম্মেলনে। টানা হারায় দলের আত্মবিশ্বাস যে তলানিতে সেটিই এক বাক্যে শিকার করেছেন।
হাই ক্যাচিং ও ফিল্ডিংয়ে এদিন বাড়তি মনোযোগ দিয়েছিল টাইগাররা। এই আসরে এখন পর্যন্ত একাধিক ক্যাচ মিস বাংলাদেশের চিন্তার কারণ। শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে সুযোগ ছিল ম্যাচ জয়ের।কিন্তু ছোট ছোট ভুলে জয় অধরায় থেকে গেছে।
টি-টুয়েন্টি পরিসংখ্যান প্রোটিয়াদের চেয়ে যোযোন যোযন দুরত্বে পিছিয়ে বাংলাদে। আগের ছয় দেখাতে শতভাগ হার বাংলার টাইগারদের। টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের দেখাতেও হার। তবে অতীত নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ।
অন্যদিকে গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান দক্ষিণ আফ্রিকার। তিন ম্যাচে দুই জয় দলটির। বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমির পথ মসূণ হবে প্রোটিয়াদের।