দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি নষ্ট করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি নষ্ট করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে তিনি এ কথা বলেন। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার না থাকলে ইসি কোন ভুমিকা রাখতে পারেনা। এ কারণেই আগের জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরো বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীন যে সমাজ ও রাজনীতি তা পুরোপুরিভাবে বিভক্ত হয়ে যায়। যারা স্বতন্ত্র নির্বাচন করছে সেখানে বাধা দলের পক্ষ থেকে থাকবে না। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, জনগণের সাথে প্রতারণা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখলের চর্চা করছে আওয়ামী লীগ