বাংলাদেশে কাজের ক্ষেত্র আরও বাড়াতে আগ্রহী মাইক্রোসফট
- আপডেট সময় : ০৭:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে কাজের ক্ষেত্র আরও বাড়াতে আগ্রহী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গ্লাসগোতে জলবায়ু সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এমন কথা বলেন তিনি।
স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-টুয়েন্টি সিক্স কেন্দ্রের মিটিং রুমে এ সাক্ষাৎ হয়। বৈঠকে বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে গেটস ফাউন্ডেশন। বর্তমানে বাংলাদেশ এ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছে গেটস ফাউন্ডেশন। আধঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। এই লক্ষ্যে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কিছু বড় ধরনের প্রজেক্টও চলছে বিশ্বজুড়ে।