ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে বিব্রত নির্বাচন কমিশন : সিইসি
- আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বেড়ে যাওয়ায় কমিশন বিব্রত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। এই দায় রাজনৈতিক দলগুলোর বলেও মন্তব্য তাঁর। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, মাঠপর্যায়ের নির্দেশনা নিয়ে নতুনভাবে তারা চিন্তাভাবনা চলছে।
সিইসি বলেন, মাঠপর্যায়ে যদি সহনশীলতা না থাকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। রাজনৈতিকদলগুলোর প্রতিহিংসামূলক আচরণ নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের সহিংস পরিস্থিতি তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলের ভূমিকা নেতিবাচক উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা থাকা দরকার। নির্বাচনের বিষয়টি শুধু নির্বাচন কমিশনের না, এটা সকলেরই। শরিয়তপুরে কয়েকজন প্রার্থীর স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহার বিষয়ে সিইসি জানান, একজন যুগ্ম-সচিবকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।