চট্টগ্রামের মিতু হত্যা মামলায় পিবিআইয়ের দেয়া চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেনি আদালত
- আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিতু হত্যা মামলায় পিবিআইয়ের দেয়া চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেনি আদালত। ফলে নতুন করে আবারো তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সাথে সাবেক এসপি বাবুলের দায়ের করা প্রথম মামলাটি চলবে বলেও আদেশ আদালতের।
সকালে ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এই নির্দেশনা দেন। এর আগে গত ২৭ অক্টোবর পিবিআইয়ের দেয়া চুড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি জানান বাবুল আক্তার। উভয়পক্ষের শুনানী শেষে আজ রায় আদেশ দেয়ার দিন ধার্য করেছিলো আদালত। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে দুর্বৃত্বদের হামলায় নিহত হন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। সে সময় বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন বাবুল আক্তার নিজেই। কিন্তু তদন্ত শেষে বাবুলকেই অভিযুক্ত করে প্রতিবেদন দেয় পিবিআই। একইদিন বাবুলকে অভিযুক্ত করে আরেকটি মামলা করেন মিতুর বাবা মোশারফ হোসেন। যে মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন বাবুল আক্তার। পিবিআইয়ের ওই প্রতিবেদনে বাবুলের দায়ের করা প্রথম মামলাটি বাতিল করার সুপারিশ ছিলো। কিন্তু আজ বাবুলের মামলা চলমান রাখার আদেশ দিয়েছে আদালত। এতে একই ঘটনায় দুটি মামলা হওয়ায় আইনগত জটিলতা তৈরীর কথা জানিয়েছেন আইনজীবীরা।