বিশ্ব উষ্ণায়নের ফলে সারাবিশ্বে জলবায়ুর ব্যাপক ভারসাম্যহীনতা পরিলক্ষিত হচ্ছে
- আপডেট সময় : ০২:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিশ্ব উষ্ণায়নের ফলে সারাবিশ্বে জলবায়ুর ব্যাপক ভারসাম্যহীনতা পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিরূপ জলবায়ুর প্রভাবে ইতোমধ্যে কৃষিখাতে প্রভাব পড়েছে বলে মনে করছে কৃষক। ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে, বৈশ্বিক এই উষ্ণতা মোকাবিলায় এবারের জলবায়ু সম্মেলন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।
জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উত্থানে লোকালয়ে লবণাক্ততা অনুপ্রবেশ করছে। মিঠা পানির অভাব এবং মাটির অবক্ষয়ের ফলে কৃষি জমি ব্যাপক হারে কমবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। ১৯৮৮ সালের বন্যার ফলে কৃষিক্ষেত্রে ৪৫ শতাংশ উৎপাদন কমেছে। প্রতি বছরই বন্যার ফলে নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির ফসল।
এদিকে, জলবায়ু পরিবর্তনের কারণে শস্য উৎপাদনে খরার প্রভাব পড়ছে। গত ৫০ বছরে বাংলাদেশ প্রায় ২০টি খরা দেখা গেছে।বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা করা না গেলে আগামী এক দশকের মধ্যে দেশের কৃষিখাত বিরাট হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, জলবায়ুর বিরুপ প্রভাব ইতিমধ্যে গরীব রাষ্ট্রগুলোতে প্রভাব ফেলতে শুরু করেছে। চলমান জলবায়ু সম্মেলনে বাংলাদেশ জোড়ালো ভূমিকা রাখবে বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন, জলবায়ুর বিরুপ প্রভাব সহিষ্ণু ফসল উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে কাজ করছে সরকার। কৃষি উপকরণ ও প্রযুক্তি সহজলভ্য না করতে পারলে সামগ্রিক জনজীবনে এর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।