খাগড়াছড়ির রামগড়ে শতাধিক গারো পরিবারের সংগ্রাম দু’মুঠো অন্ন ও বস্ত্রের জন্য

- আপডেট সময় : ০৭:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির অন্য নৃ-তাত্বিক জনগোষ্ঠীরা যখন ইতিহাস, ঐতিহ্য বা অধিকার নিয়ে সরব, তখন জেলার রামগড়ে শতাধিক গারো পরিবারের নিত্যদিনের সংগ্রাম দু’মুঠো অন্ন ও বস্ত্রের জন্য। বিগত কয়েক দশকে এ অঞ্চলের অন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হলেও মোটেও পরিবর্তনে আসেনি তাদের।
খাগড়াছড়ির রামগড়ে শতাধিক গারো জনগোষ্ঠীর বসবাস রয়েছে। খ্রিষ্টান ধর্মের অনুসারী এসব গারোরা পিছিয়ে পড়ছে সব ক্ষেত্রে। মৌলিক অধিকার বঞ্চিত গারোরা সমতলের গারোদের ন্যায় সুয়োগ সুবিধা দাবী করছেন।
অন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হলেও ভাগ্য বদলায় নি তাদের
শুধু সুযোগ সুবিধা নয় গারো শিশুরা মাতৃভাষায় পড়া থেকেও বঞ্চিত বলে অভিযোগ গারো সুশীল সমাজের এই নেতা।
এই বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা পরিষদের এই সদস্য।
সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জন্য কাজ করছে। রামগড়ে বসবাসরত গারো জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানান উপজেলা চেয়ারম্যান।
গারো জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।