বঙ্গবন্ধু হত্যাকারীর দোসররা এখনো সক্রিয়: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যাকারীর দোসররা এখনো সক্রিয়, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাই অনলাইনে দেশবিরোধী হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে ব্রিটিশ এমপিদের উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা বিশ্ব নেতৃত্বের দায়িত্ব। এদিকে একই ইস্যুতে সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
বিশ্ব জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠক শেষে গ্লাসগো থেকে লন্ডন পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।এরপর লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে ব্রিটিশ এমপিদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তুলে ধরেন, দরিদ্রতার হার কমিয়ে আনতে তার সরকারের কর্মকান্ডের কথা। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান ,আশ্রয়হীনদের বিনামূল্যে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।রোহিঙ্গাদের নিজ দেশে পাঠাতে বিষয়ে বিশ্ব নেতাদের আবারো এগিয়ে আসার আহবান জানান তিনি।১৯৭৫ সালের সেই ভয়াল রাতে নিজ পরিবারের সদস্যদের হারানোর কথা তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসররা এখনো সক্রিয়।
এদিকে মঙ্গলবার কপ-২৬ এর সাইডলাইন আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করার আগ্রহের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ খুব একটা দায়ী না হলেও এর তীব্র ক্ষতিকর প্রভাব ভোগ করছে। অস্ট্রেলিয়ারও দাবানল, বন্যা, জলবায়ু পরিবর্তনজনিত চরম ক্ষতির অভিজ্ঞতা রয়েছে। তাই দেশ জলবায়ু ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।