রাজশাহী বিভাগেও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
রাজশাহী বিভাগেও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
দুপুরে এ কর্মসুচির কথা জানান শ্রমিক নেতারা। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল ইসলাম টিটু জানান, কোনো আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু ভাড়া বাড়ানো হয়নি। করোনার ধকল কাটিয়ে না উঠতেই সরকারের এমন সিদ্ধান্ত মালিক ও শ্রমিকদের বিপাকে ফেলেছে। ডিজেলের দাম ও ভাড়া সমন্বয়ের দাবিতে রাজশাহী বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।