বানৌজা শহীদ মোয়াজ্জম’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেছেন রাষ্ট্রপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নৌবাহিনীর প্রশিক্ষণ, দেশ গঠন ও পার্বত্য এলাকায় মানবিক সহায়তায় অবদানের স্বীকৃতি হিসেবে বানৌজা শহীদ মোয়াজ্জম’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এসময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ নৌবাহিনী আজ মর্যাদাশীল ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা, নৌপথে মাদক চোরাচালান রোধে আরো সতর্ক থাকার আহ্বান আবদুল হামিদের। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বানৌজা শহীদ মোয়াজ্জম’কে এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়কের কাছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন।এসময় নৌ সদর দপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডাররা উপস্থিত ছিলেন।