নারায়ণগঞ্জের মৌচাক থেকে অস্ত্র, গুলি ও জাল টাকাসহ ৩ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে অস্ত্র, গুলি ও জাল টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে রেব-১১।
রেব জানায়, তৃণমূল আওয়ামী লীগ নামে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে সন্ত্রাসী এম কে সাগর ও তার ২ সহযোগীকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীরা জানান, অস্ত্র দেখিয়ে অর্থ আদায় করতো তারা। না দিলে সামাজিকভাবে হেয় করা হতো। ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোষ্টের হুমকি দিত। এছাড়াও, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি সংযুক্ত করে প্রভাবশালী নেতা প্রমাণের চেষ্টা করতো তারা।