সিরাজগঞ্জে ধানের পাতা মোড়ানো পোকার আক্রমণে দিশেহারা কৃষক
- আপডেট সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে ধানের পাতা মোড়ানো পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ না পওয়ার অভিযোগ করেন জেলার বিভিন্ন এলাকার কৃষক। তবে পোকা নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে কৃষকদের আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
সিরাজগঞ্জের শষ্য ভান্ডার হিসেবে খ্যাত তাড়াশের চলনবিলসহ এ জেলার ধান ক্ষেতে দেখা দিয়েছে পাতা মোড়ানো রোগ। ফলে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। পোকার আক্রমণে ধানের পাতা মুড়িয়ে যাওয়াসহ গোড়া পঁচে মরে যাচ্ছে ধান গাছ। বিঘা প্রতি বাড়তি এক থেকে দেড় হাজার টাকা ব্যয় করে কিটনাশক ব্যবহার করেও কোন ফল পাচ্ছেন না তারা। আর এই দুঃসময়ে স্থানীয় কৃষি অধিদপ্তরের কোন কৃষি কর্মকর্তাকে কাছে না পেয়ে হতাশ কৃষকেরা।
এবছর এই রোগে আক্রান্তের হার বেশী হওয়ায় আশানুরুপ ধান উৎপাদন না হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
জেলায় মাত্র ২শ’ ৭২ হেক্টর জমিতে পাতা মোড়ানো রোগ দেখা দিলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তদারকিতে ইতোমধ্যেই তা দমনে কাজ করার কথা জানান কৃষি বিভাগ।
এবছর জেলার ৯ উপজেলায় ৬৮ হাজার ৭৯ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে।