তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানালো কোয়ান্টাম ফাউন্ডেশন
- আপডেট সময় : ১১:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানালো কোয়ান্টাম ফাউন্ডেশন। সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সম্মাননা দেয় সংস্থাটি। সম্মাননা পাওয়া ব্যক্তিরা ১০ থেকে ৫০ বার পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মানুষের জীবন বাঁচাতে সবাইকে স্বেচ্ছা রক্তদানে আরও আন্তরিক হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের সনদপত্র, বিশেষ আইডি কার্ড, সম্মাননা ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানায় কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী। রক্তদাতা এবং রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান ড. ইশরাত জাকিয়া সুলতানা ও থ্যালাসেমিয়া রোগী আশিফা আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. এ বিএম ইউনুস।