দেশে এখন বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ বিরাজ করছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দেশে এখন বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে কেউ বিনিয়োগ করলে তাকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার।স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে, যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন, তিনি। এসময়, গেলো এক দশকে সামাজিক, অর্থনীতিক ও রাজনৈতিক পরিবর্তনকে উন্নয়নের অন্যতম কারণ হিসেবেও মন্তব্য করেন, সরকার প্রধান।
শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ বাড়াতে, বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিক রোড শো করছে, বাংলাদেশ। দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন– বিএসইসি’র আয়োজনে দেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগ আকর্ষণ করাই এর অন্যতম লক্ষ্য।
এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। শহরটির কুইন এলিজাভেথ সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার।
বিদেশীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদেরও দেশে বিনিয়োগের আহ্বান জানান, সরকার প্রধান।
এছাড়া, বিশ্ববাসীর চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনে ব্যবসায়ীদের পরামর্শ দেন, প্রধাসমন্ত্রী শেখ হাসিনা।