সারাদেশে পণ্যবাহী ট্রাক ও যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন
- আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
হঠাৎ জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে পণ্যবাহী ট্রাক ও যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
চট্টগ্রামে বন্ধ রয়েছে গাড়ি চলাচল। এতে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দর ও ১৯ টি অফডকের স্বাভাবিক অপারেশনে। সকাল ৬ টা থেকে কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। তবে গত রাত থেকেই পণ্য পরিবহণে নিয়োজিত ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইমমুভার চলাচল বন্ধ হয়ে যায়।
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে কোনো ধরনের বাস মিনিবাস ও ট্রাক ছেড়ে যায়নি। কোনো বাস-ট্রাক রাজশাহীতেও প্রবেশ করেনি।
তেলের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে যশোরেও বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি করছে পরিবহন শ্রমিকরা। যশোর থেকে ২১টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটে বরিশালেও সকাল ৬টার পর নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন এবং দূরপাল্লা বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে পণ্যবাহী যান চলাচলও।
হঠাৎ জ্বালানি তেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বাস ট্রাক ছাড়াও সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ রাখেন চালকরা। এতে বিপাকে পড়েছেন সাধারন মানুষ।
খুলনায়ও ভোর থেকে বাস-ট্রাক ধর্মঘট শুরু চলছে।সকাল থেকে দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি বা খুলনায় কোন পরিবহন প্রবেশ করেনি।
সকাল থেকে বগুড়াতেও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বাস, কোচ, ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংক লরি, মিনি ট্রাক চলাচল করছে না।
হঠাৎ তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে সাভারেও বন্ধ রয়েছে গাড়ি চলাচল। এতে স্থবিরতা নেমেছে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
বরগুনা, ফেনী, পিরোজপুর, বেনাপোল, দিনাজপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোনা ও বেনাপোল ও সিরাজগঞ্জে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট চলছে।