পরিবহন ধর্মঘটের কারণে নৌপথে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পরিবহন ধর্মঘটের কারণে নৌপথে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বেড়েছে। সড়কপথে গণপরিবহন না পেয়ে অনেকেই লঞ্চে গন্তব্যস্থলে যাচ্ছেন।
এই সুযোগে লঞ্চের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
শনিবার সকাল থেকে রাজধানীর সদরঘাট ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে আসা বেশির ভাগ লঞ্চেই যাত্রীদের ভিড় ছিল। এদিকে সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুর, মুন্সিগঞ্জ ও মোহনপুর রুটের লঞ্চগুলোতেও অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ বেশি ছিল। তবে যাত্রীদের অভিযোগ, সড়কপথে পরিবহন ধর্মঘট আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে লঞ্চে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।