শুধু বিদেশি কোচ নিয়ে সেরা জায়গায় যাওয়ার সুযোগ নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লজ্জাজনক বিদায় নিয়ে কথা বলেছেন পাকিস্তানী পেসার ওয়াসিম আকরাম। বলছেন, শুধু বিদেশি কোচ নিয়ে সেরা জায়গায় যাওয়ার সুযোগ নেই।
‘এ স্পোর্টসে’ করা বিশ্লেষণে বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে কিংবদন্তী পেসার বলেন, ম্যাচ মানেই হার-জিত। কিন্তু সেটার একটা সীমারেখা থাকে। ৭০-৭৬ এ অলআউট হয়ে যাচ্ছে বাংলাদেশ। এতবড় আসরে এমন পারফরম্যান্স হতাশাজনক। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই হার দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর সুপার টুয়েলভে রীতিমতো বিধ্বস্ত। সবগুলো ম্যাচ হেরে সবার আগে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের। ওয়াসিম আকরাম আরো বলেন, ক্রিকেট বোর্ডের লোকজনরাও নিজেদের ক্রিকেটের সেরা বিশ্লেষক ভাবছেন। ক্রিকেট চালাতে পারে বিসিবি, কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন না। এটার জন্য কাউকে নিয়োগ দিতে হবে।