এখনও দেশে করোনা ভাইরাসের অস্তিত্ব আছে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
এখনও দেশে করোনা ভাইরাসের অস্তিত্ব আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সংক্রমণ বাড়তে পারে। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যারা এখনও করোনার টিকা নেননি, তারা দ্রুত টিকা নিয়ে নেবেন। ১৮ বছর বয়সী সবার জন্য করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। যারা ভোটার হননি, তাদের বিকল্পভাবে টিকা নিতে পারবে। ১২ থেকে ১৭ বছরের শিশুদের টিকা দেওয়া হচ্ছে।