দিনাজপুর, গাজীপুর ও গোপালগঞ্জে গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
দিনাজপুর, গাজীপুর ও গোপালগঞ্জে সারাদেশের মতো গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে। এ কর্মসূচীতে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫শ’ জনকে করোনার টিকা দেয়া হবে।
দিনাজপুরের ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া শুরু হয়েছে। টিকাকেন্দ্রে লক্ষ্য করা গেছে মানুষের উপচে পড়া ভিড়।
গাজীপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে সকালে শুরু করোনার গণটিকাদান কর্মসূচি। জেলার ২২০টি কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ১০হাজার জনকে করোনার টিকা দেয়া হবে।
গোপালগঞ্জে সদর ও মুকসুদপুর উপজেলার ৬৯টি কমিউনিটি ক্লিনিকে করোনার টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। সকালে মুকসুদপুর উপজেলার ৫০টি ও গোপালগঞ্জের উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকে একযোগে টিকাদান কর্মসূচী শুরু হয়।