সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” এই শ্লোগানে ময়মনসিংহ, নেত্রকোনা, নওগাঁ ও শেরপুরসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এতে প্রধান ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় বিভাগ, গোপালগঞ্জ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
এই উপলক্ষে নেত্রকোণায় রেলী ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসন, সমবায় বিভাগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান।
নওগাঁয়ও পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস। অনুষ্ঠানে ২০১৯-২০ সমবায় বর্ষে সরকারি কোষাগারে রাজস্ব প্রদানে শীর্ষ ১০টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়াও- মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সুনামগঞ্জ, শেরপুর ও ঝালকাঠিতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।